Thursday , 19 September 2024

এবারের দূর্গা পূজার মেকআপ কেমন হতে পারে

এবারের দূর্গা পূজার একটু অন্যরকমভাবে সবাই কাটাতে চায় সবাই। হিন্দুদের সবথেকে বড় উৎসব হচ্ছে এই দূর্গাপূজা। বছর ঘুরে আবার তো পূজা চলেই এল। গতকাল থেকে পূজা শুরু হল। আর তার জন্য হিন্দুদের মাঝে তোড়জোড়ের তো কোনো কমতি নেই। উৎসবের আমেজ কিন্তু আছে সবার মাঝেই। পূজার দিনগুলোতে পড়ার জন্য কেনা ড্রেস নিশ্চয়ই পরবেন একে একে। তবে, আসল কাজটা নিয়েই চিন্তা। সেটা হচ্ছে মেকআপ।

এবারের
এবারের দূর্গা পূজার মেকআপ কেমন হতে পারে

জেনে নেই কেমন হবে ষষ্ঠী থেকে দশমী পূজার মেকাপ-

ষষ্ঠী এবং সপ্তমীর মেকআপ

ষষ্ঠী এবং সপ্তমীর দিনে মেকআপ-টা ভারী না রেখে সাজে স্নিগ্ধতা রাখলেই দেখতে ভালো লাগবে।

  • প্রথমে স্কিন-টাকে মেকআপ-এর জন্য প্রিপেয়ার করে নিতে হবে। এজন্য, ফেইস-টা ওয়াশ করে নিতে হবে আপনার পছন্দের ফেইস ওয়াশ দিয়ে। এরপর, স্ক্রাবিং করে একটা ফেইস মাস্ক লাগিয়ে নিতে পারেন। এরপরে, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন কিন্তু মাস্ট। ব্যস!
  • মেকআপ-এর শুরুতে একটা প্রাইমার লাগিয়ে নিবেন। এতে করে মেকআপ স্কিন-এ বসবে এবং নষ্ট হবে না সহজে। স্নিগ্ধ সাজের বেইজ-এর জন্য বেছে নিন বিবি ক্রিম। এতে মেকআপ ভারী লাগবে না দেখতে।
  • ফেইস হাইলাইট করতে এবং স্পট ঢাকতে কন্সিলার লাগাতে পারেন। এরপর পুরো ফেইস সেট করতে ব্যবহার করুন লুজ পাউডার।
  • হালকা কন্ট্যুরিং, ব্লাশ এবং চাইলে হাইলাইটার লাগিয়ে নিয়ে নিতে পারেন।
  • ভারী এবং গরজিয়াস চোখের সাজ রেখে দিন অষ্টমী থেকে দশমীর জন্য। ষষ্ঠী এবং সপ্তমীতে হালকা গোল্ডেন, শ্যাম্পেইন, রোজগোল্ড কালার-গুলো আইশ্যাডো হিসেবে লাগাতে পারেন। তবে আইলাইনার এবং মাশকারা কিন্তু মাস্ট। আসলে পূজার লুক-এ আইলাইনার-টা দেখতে বেশ লাগে! চাইলে কাজলও লাগাতে পারেন।
    স্নিগ্ধ লুক-এর জন্য ষষ্ঠীর দিন একটু হালকা ধাঁচের লিপস্টিক ব্যবহার করতে পারেন। তবে সপ্তমীতে একটু কালার যোগ করলে মন্দ হয় না। ব্যবহার করতে পারেন – ন্যুড, ব্রাউন, টেরাকোটা, অরেঞ্জ, পিংক, ব্রাউনিশ পিংক ইত্যাদি কালার।
  • ওহহ!! সবার শেষে মেকআপ সেটিং স্প্রে দিয়ে মেকআপ-টাকে সেট এবং লক করে নিতে ভুলবেন না যেন!

অষ্টমী থেকে দশমীর মেকআপ

  • অষ্টমী থেকে দশমী- এই তিন দিন সাজ হবে গরজিয়াস। এইসময় প্রচুর ঘোরাফেরা, দাওয়াত ইত্যাদি থাকে। তাই মেকআপ-টা এক্সপেরিমেন্টাল হলে মন্দ হয় না!
    প্রথমেই স্কিন-টাকে মেকআপ-এর জন্য প্রিপেয়ার করে নিয়ে প্রাইমার লাগিয়ে নিবেন।
  • যেহেতু দূর্গা পূজা বলে কথা! অবশ্যই মেকআপ ফুল কভারেজ হবে। তাই না? আর মেকআপ-টাও ভারী হবে। তাই বেছে নিন পছন্দের ফুল কভারেজ ফাউন্ডেশন-টি। ফাউন্ডেশন স্কিন-এ লাগিয়ে ব্রাশ বা বিউটি স্পঞ্জ-এর সাহায্যে ব্লেন্ড করে নিন।
  • ফেইস-টাকে ব্রাইট দেখানোর জন্যে ক্রিম হাইলাইটিং করতে পারেন। এর জন্য আপনার স্কিন-এর থেকে ২-৩ শেইড লাইট একটা কন্সিলার নিয়ে আপনার চোখের নিচে, কপালে, নাকের উপরে, থুঁতনিতে, কন্ট্যুরিং লাইনের নিচের দিকে লাগিয়ে নিন। কন্সিলারটি ব্রাশ/বিউটি স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিন।
  • এবার পুরো ফেইস লুজ পাউডার দিয়ে সেট করে নিন।
  • ফেইস-টা স্লিম এবং শার্প দেখাতে পাউডার কন্ট্যুরিং করে নিন। চাইলে আগে ক্রিম কন্ট্যুরিং-ও করে নিতে পারেন। চিকস-এর নিচে, কপালে হেয়ার লাইন-এ, নাকের দুই পাশে, থুঁতনির নিচে কন্ট্যুরিং করে নিন এবং ব্লেন্ড করে নিন।
  • ফেইস-এ একটু কালার যোগ করতে ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারেন পিংক, কোরাল, অরেঞ্জ, ব্রাউন, পিচ ইত্যাদি রং।
  • পূজার গরজিয়াস মেকআপ-এর সাথে হাইলাইটার-টা কিন্তু বেশ জমকালো লুক আনতে সাহায্য করবে। হাইলাইটার ব্রাশ-এর সাহায্যে পাউডার হাইলাইটার নিয়ে চিক বোন-এ, কপালে, আইব্রো বোন-এ, আইব্রো-এর উপরের দিকে, নাকের উপরে, থুঁতনিতে এবং ঠোঁটের উপরে লাগিয়ে নিন।
  • আই মেকআপ-এর শুরুতে আইব্রো-গুলো একটু ড্রামাটিক-ভাবেই এঁকে নিলেই ভালো লাগবে।
  • যেহেতু বলেছিলাম এই তিনদিন মেকআপ নিয়ে একটু এক্সপেরিমেন্টাল হওয়াই যায়। তাই আই মেকআপ হিসেবে আপনি কাট ক্রিজ, হাফ কাট ক্রিজ, গ্লিটারি আই মেকআপ, স্মোকি, গ্লিটার কাট ক্রিজ, হেলো স্মোকি আই, স্পটলাইট আই মেকআপ ইত্যাদি ট্রাই করতে পারেন। চাইলে এক এক দিন, এক একটা ট্রাই করবেন। দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। আইশ্যাডো হিসেবে বেছে নিন – ব্রাউন, রেড, ব্লু, গ্রিন, পিচ, কোরাল, ইয়েলো, পিংক, পার্পল, গোল্ডেন, সিলভার, রোজ গোল্ড, অরেঞ্জ, কপার, শ্যাম্পেইন, পার্ল, ব্রোঞ্জি, ব্ল্যাক ইত্যাদি কালার।
  • আইলাইনার, মাশকারা, মোটা করে কাজল লাগিয়ে নিন মনমতো। কারন, পূজা বলে কথা!! চাইলে লেন্স এবং ফলস আইল্যাশ-ও পরতে পারেন এই তিনদিন। বেশ গরজিয়াস লাগবে দেখতে।
  • এই তিন দিন লিপস্টিক হিসেবে আপনার পছন্দসই যে কোনো কালার বেছে নিতে পারেন। পূজায় কিন্তু রেড কালার-টা বেশী প্রাধান্য পায়। এছাড়াও পরতে পারেন- ব্রাউন, ম্যাজেন্টা, পার্পল, বারগেন্ডি, ন্যুড, কোরাল, পিংকিস ব্রাউন, পিচ ইত্যাদি কালার-ও লাগাতে পারেন।
  • এছাড়াও পূজার সাজে কপালে টিপ কিন্তু বেশ মানাবে।
  • সবশেষে, লং লাস্টিং মেকআপ-এর জন্য মেকআপ সেটিং স্প্রে কিন্তু মাস্ট।

এইতো জেনে নিলেন, পূজার দিনগুলোতে কিভাবে মেকআপ করবেন। আশা করছি, একটু হলেও আইডিয়া পেয়েছেন।

সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা!

অদিতি-সিদ্ধার্থ সেরে ফেললেন বিয়ে

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

ব্রণ

পিঠ ভরে গিয়েছে ব্রণ? খরচ না করেই ঘরোয়া উপকারে মিলবে মুক্তি!

অষ্টমীর দিন পিঠখোলা ব্লাউজ পরে কেতা তো দেখাতেই হবে। কিন্তু সেই সময় যদি পিঠে জ্বলজ্বল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *