Tuesday , 17 September 2024

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ সুখবর পেল। পাকিস্তানকে ধবলধোলাই করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চারে ওঠা বাংলাদেশ সুখবর পেয়েছে টেস্টের দলীয় র‍্যাঙ্কিংয়েও। অবস্থান পাল্টায়নি বাংলাদেশের, আছে আগের মতোই নবম স্থানে। তবে ১৩টি রেটিং পয়েন্ট বেড়েছে নাজমুল হোসেনের দলের। পাকিস্তান সফরের আগে নয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ছিল ৫৩, সফর শেষে সেটি বেড়ে হয়েছে ৬৬।

অন্যদিকে দুর্দশার মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান বড় ধাক্কা খেয়েছে র‍্যাঙ্কিংয়েও। দুই ধাপ পিছিয়ে আটে নেমে গেছে ধবলধোলাই হওয়া দলটি। ১৩টি রেটিং হারানো দলটির পতনে এক ধাপ করে ওপরে উঠে গেছে শ্রীলঙ্কা (৬ষ্ঠ) ও ওয়েস্ট ইন্ডিজ (৭ম)।

পাকিস্তানের সর্বশেষ রেটিং পয়েন্ট ৭৬। আইসিসি এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্কিং প্রবর্তনের পর পাকিস্তানের এটিই সর্বনিম্ন পয়েন্ট। ঐতিহাসিক র‍্যাঙ্কিং ধরলে ১৯৬৫ সালের পর পাকিস্তানের সর্বনিম্ন রেটিং পয়েন্টও।

২০২১ সাল থেকেই দেশের মাটিতে টেস্টে দুর্দশা চলছে পাকিস্তানের। এ সময়ে ১০ টেস্টের একটিতেও জিততে পারেনি দলটি। ছয়টিতে হারা দলটি ড্র করেছে চার ম্যাচে।

তালিকায় সবার ওপরে আছে ভারত। দুইয়ে আছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের অবস্থান তিন নম্বরে। এরপরই আছে বাংলাদেশ।

সূত্রঃ প্রথম আলো 

সাংবাদিক নিপীড়নের আইনগুলো এখনই বাদ দেওয়ার প্রস্তাব

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

টেস্ট
টেস্ট র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ
Spread the love

Check Also

কোহলি

কোহলি কি বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার ‘ঝুঁকি’ নিবেন

কোহলি বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করবেন আবার। এমন আলোচিত সেঞ্চুরি বিরাট কোহলি আর করেননি। প্রতিপক্ষ বাংলাদেশ, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *