Saturday , 13 September 2025

ভারতের এই দুই ক্রিকেটার কারা একজন ১৯ ছক্কা, অন্যজন ৬ বলে ৬টি

ভারতের এ দুই ক্রিকেটার টি–টোয়েন্টি ক্রিকেটে ছক্কা আর জুটির নতুন সব কীর্তিতে নাম লিখিয়েছেন। একজন এক ওভারে মেরেছেন ৬ ছক্কা, আরেকজন ইনিংসে মেরেছেন ১৯ ছক্কা। আবার দুজন মিলে গড়েছেন তিন শর কাছাকাছি রানের জুটিও। সব মিলিয়ে টি–টোয়েন্টির রেকর্ড বইয়ে ঢুকে গেছে দিল্লি প্রিমিয়ার লিগের সাউথ দিল্লি সুপারস্টারজ এবং নর্থ দিল্লি স্ট্রাইকার্সের ম্যাচটি। শনিবার খেলাটি হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

ভারতের
ভারতের এই দুই ক্রিকেটার কারা একজন ১৯ ছক্কা, অন্যজন ৬ বলে ৬টি

প্রথমে ব্যাট করা সুপারস্টারজ ২০ ওভার ব্যাট করে তোলে ৫ উইকেটে ৩০৮ রান। যেখানে দ্বিতীয় উইকেটে আর্য ও বাদোনি গড়েন ২৮৬ রানের জুটি। ২৩ বছর বয়সী সুপারস্টারজের অধিনায়ক আর্য ৫০ বলে ১২০ রান করার পথে ইনিংসের ১২তম ওভারে ছয় ছক্কা মারেন। বাঁহাতি স্পিনার মনন ভরদ্বাজের প্রতিটি বলকে হয় লং অন, নয়তো লং অফ দিয়ে বাউন্ডারি পার করেন বাঁহাতি আর্য। তাঁর সঙ্গী বাদোনি এক ওভারে ছয় ছক্কা মারতে পারেননি। তবে ৫৫ বলের ইনিংসে ১৬৫ রান করার পথে মারেন ৮টি চার ও ১৯টি ছক্কা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ছক্কার সংখ্যায় টি–টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন বাদোনি। স্বীকৃত টি–টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ১৮ ছক্কা মারার রেকর্ড ছিল ক্রিস গেইল ও সাহিল চৌহানের। ক্যারিবীয় কিংবদন্তি ১৮ ছক্কা মেরেছিলেন ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে)। সেবার রংপুর রাইডার্সের হয়ে ৬৯ বলে ১৪৬ রানের ইনিংস খেলার পথে ওই ছক্কা–ঝড় বইয়ে দেন তিনি। আর এস্তোনিয়ার চৌহান একই কীর্তি গড়েন এ বছরের শুরুতে সাইপ্রাসের বিপক্ষে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে।

বাদোনি ও আর্যর জুটিতে ওঠা ২৮৬ রান টি–টোয়েন্টির যেকোনো জুটিতেই সর্বোচ্চ। এত দিন সর্বোচ্চ ছিল জাপানের লাচলান ইয়ামামোতো–লেক ও কেনদেল কাদোওয়াকি–ফ্লেমিংয়ের ২৫৮ রান, বিশ্ব ক্রিকেট যা দেখেছিল এ বছরের শুরুতে, চীনের বিপক্ষে।

সব মিলিয়ে সাউথ দিল্লি সুপারস্টারজের তোলা ৩০৮/৫ টি–টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় দলীয় সর্বোচ্চ। ২০২৩ এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ৩ উইকেটে ৩১৪ এখনো সর্বোচ্চ।

এত এত রেকর্ডের পর সাউথ দিল্লিকে জয়বঞ্চিত করতে হলে আরও বড় রেকর্ডই গড়তে হতো নর্থ দিল্লির। সেটি তারা পারেনি, ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান করেছে তারা।

সূত্রঃ প্রথম আলো 

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়রকে বসুন্ধরা থেকে গ্রেপ্তার

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

iPhone 16 Pro: A New Experience with ProMotion Display and Enhanced Performance

One of the most popular smartphones in the world today is the iPhone. Apple continually …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *