Saturday , 13 September 2025

মেয়েদের পিঠে তিল থাকলে কি হয় ?

মেয়েদের পিঠে তিল থাকলে কি হয় ? দেহের বিভন্নি অঙ্গে তিল থাকতে পারে যেমন ঠোঁট, নাক, কান, গাল, গলা, বুক এমনকি পিঠে তিলও থকতে পারে । মেয়েদের পিঠে তিল থাকলে কি হয় ?

সাধারণত শরীরের কোনও বিশেষ অংশে একটি তিলের অবস্থান সেই অঙ্গের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে তোলে ।

ভাবুন একদা বিশ্ব মাতানো সঙ্গীত শিল্পী ম্যাডোনা কিংবা সুপার মডেল সিন্ডি ক্রফোর্ডের ঠোঁটের ওপরের তিলের কথা! ওই একটিমাত্র তিল তাদের সৌন্দর্যকে করেছে বহুগুণ আকর্ষণীয় আর কাম্য ।

মেয়েদের পিঠে তিল থাকলে কি হয় ?

তবে তিলকে শুধুমাত্র শারীরিক সৌন্দর্যের জ্যোতি বাড়ানোর কারিগর হিসেবেই ভাবা হয় না ।

চিন্তাশীল মানুষদের অনেকেই ভাব-লক্ষণ আর অন্যান্য আনুষঙ্গিক বিচারে সিদ্ধান্তে চেয়েছেন শরীরের তিলের অবস্থঅনের ভাল-মন্দ নিয়ে ।

তেমনি কিছু ধারণা এখানে তুলে ধরা হলো । তবে অনেক চিন্তাশীল মানুষ এটাও মনে করেন যে—এসব ধারণা আসলে কুসংস্কারকেই শক্তিশালী করে এবং এগুলোর সত্যিকারের কোনও ভিত্তি নেই ।

লোকজ ধারণা মানুষের শরীরে বিভিন্ন স্থানে থাকা তিল ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করে ।

শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম তিল হতে পারে । কারও ক্ষেত্রে এটা নাকি শুভ, আবার কারও ক্ষেত্রে নাকি অশুভ । আজকের পর্বে জেনে নিন পিঠে তিল থাকলে কি হয়- পিঠে তিল থাকা উদারতার লক্ষণ ।

বিপরীত লিঙ্গের প্রতি দুর্ণিবার আকর্ষণ থাকে ।

পিঠের নিচ দিকে তিলধারী মেয়েরা হন যথেষ্ট আবেদনময়ী ।এরা দয়ালু ক্ষমতাবান সাহসী ও দৃঢ়চেতা হন  ।

এরা যেমন পরামর্শ শোনেন, অন্যকে পরামর্শ দিতেও পছন্দ করেন। যুক্তিতর্কে তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন । আর পিঠের নিচের দিকে তিল থাকলে এরা কিছুটা আরামপ্রিয় হন ।

 

বিয়ের রাতে শারীরিক সম্পর্ক করা কি উচিৎ ?

আশাকরি আমাদের টিপসগুলো আপনাদের কাজে লাগবে।

যদি সমান্যতম কাজে লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না।

আর নিয়মিত টিপস পেতে আমাদের সাথে থাকুন।

ফেসবুক পেজ

আমাদের সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না।

Spread the love

Check Also

শীতে চুলের যত্ন

শীতে চুলের যত্ন নেবেন যেভাবে জানুন

শীত মানেই হচ্ছে উৎসবের মৌসুম। শীত মানেই মিঠেকড়া রোদে ঘুরে বেড়ানো। সঙ্গে আছে পিকনিক, হইচই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *