রিমান্ড চার দিন করে মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের।
পল্টন থানার মুদি দোকানদার নবীন তালুকদার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক জসীম উদ্দিন তাদের রিমান্ডে নেয়ার আদেশ দেন।আহমদ হোসেন বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন।
মোহাম্মদ সোহায়েল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সাতই অগাস্ট সেই পদ থেকে সরিয়ে তাঁকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়। পরে গত সোমবার, নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় মি. সোহায়েলকে।
মোহাম্মদ সোহায়েল এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন – র্যাবের মুখপাত্র ছিলেন।
বুধবার সকালে মি. হোসেন, মি. সোহায়েলকে আটকের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ।
মঙ্গলবার রাতে তাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
তবে তাদেরকে কোন মামলায় গ্রেফতার আটক করা হয়েছে সেটি তখন নিশ্চিত করেনি পুলিশ।
আহমদ হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে।
সূত্রঃ B B C NEWS বাংলা
বুয়েটের উপাচার্য পদত্যাগ করলেন
মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।
এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,
আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।