প্রতিটি জীবই যৌন সঙ্গম করে বেশিদিন বাঁচার জন্য চেষ্টা চালায়।এই চারপাশের সুন্দর প্রকৃতি আত্মীয় স্বজনদের সাথে বাঁচার আগ্রহ সবার আছে। অমরত্বের কামনা প্রতিটি জীবেরই। পৌরাণিক কাহিনীর দেব দেবীরা এই অমরত্বের জন্য কত কিছুই না করেছেন! পৃথিবী নামক গ্রহের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন। দিয়েছেন অমরত্বের জন্য প্রাণ বলিদান।

যৌন সঙ্গম ছেড়ে দিলে প্রায় ১৫০ বছর বাঁচা সম্ভব!
এ তো গেল দেব দেবীদের কথা। কিন্তু এই একুশ শতকের মানুষের জন্য ১৫০ বছর বাঁচা তো অমরত্বের মতোই। আর এজন্য তেমন কঠিন কিছুই করতে হবে না। সদ্য প্রকাশিত এক গ্রন্থে বলা হয়েছে, যৌন সঙ্গম ছেড়ে দিলে প্রায় ১৫০ বছর বাঁচা সম্ভব!
ইসলামে সহবাসের স্বাভাবিক আসন কোনটি?
যেভাবে ঘুমালে দাম্পত্য সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্খা থাকে
কি খাবার খেলে সেক্স উত্তেজনার চরমে পৌঁছায়?
আলেক্স ঝাভোরনকভ
যুক্তরাজ্যের থিঙ্ক ট্যাংক বায়োজেরন্টোলজি রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক আলেক্স ঝাভোরনকভ তার নতুন প্রকাশিত গ্রন্থ ‘এইজলেস জেনারেশন’ এ বলেন, মানুষের পক্ষে ১৫০ বছর বাঁচা সম্ভব যদি যৌন সঙ্গম ছাড়া যায়। এই গবেষক এবং লেখক তার গ্রন্থে আরো বলেন যে তিনি কালেভদ্রে যৌন সঙ্গম করেন এবং এটা প্রাত্যহিক কাজের মধ্যে সম্পৃক্ত করেননি।
পুরুষদের যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণ কী?
প্রস্রাবের রং শরীরের কী বার্তা দেয় এবং কখন চিন্তিত হবেন?
এই তরুণ গবেষক ও লেখক ওই গ্রন্থে আরও লেখেন, বিবাহের মাধ্যমে মানুষ যৌন সঙ্গমকে অভ্যাসে পরিণত করে। এর ফলে প্রতিবার যৌন সঙ্গমের সঙ্গে সঙ্গে মানুষ তার কাঙ্ক্ষিত বছর বাঁচার থেকে একধাপ করে পিছিয়ে পড়ে। এভাবে যৌন সঙ্গমের হার যত বৃদ্ধি পাবে বাঁচার পরিসর তত খাটো হতে থাকবে।
স্বপ্নদোষ এর শরীরের পক্ষে ভালো ও মন্দ দিকসমূহ
এক রাতের সহবাস মানেই ব্যভিচার নয়!
পেছনের দিক থেকে সঙ্গম করার আসন
ইসলামের দৃষ্টিতে হস্তমৈথুনের ক্ষতিসমূহ
পূর্ণাঙ্গ যৌন তৃপ্তির জন্য যা করেন মহিলারা !
এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,