Sunday , 13 October 2024

দাম্পত্য জীবন চিরসুখের দোলা

চমৎকৃত করার মতো একটি মজার জরিপ থেকে জানা গেছে, দাম্পত্য জীবনে জুটিদের মধ্যে যারা অনেকদিন পর্যন্ত শারীরিক সম্পর্ক (physical relation) না করে দিন পার করেছেন সেসব দম্পতি বিবাহিত জীবনে অনেক বেশি সুখি হয়েছেন । ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার ন্যাশনাল ম্যারেজ প্রোজেক্টের মনোবিজ্ঞানি গালিনা কে. রোয়াডস এবং স্কট এম. স্ট্যানলির মতে, “যেসব বিবাহিত দাম্পত্য জীবন প্রেম ছাড়া শুরু হয়েছে, তাদের মধ্যে শতকরা ৪২ ভাগ দম্পতি খুব সুন্দর দাম্পত্য জীবন পার করছেন ।” ওয়েবসাইট কেএমবিজি.কম এক প্রতিবেদনে জানায়  দাম্পত্য জীবন চিরসুখের দোলা , এই সংজ্ঞার জন্য দম্পতিদের জীবন নিয়ে করা এই জরিপে অংশগ্রহণকরীদের মধ্যে শতকরা ৪০ জনের মধ্যে শতকরা ৩৬ জনই এই মন্তব্য করেন ।
ন্যাশনাল ইনিস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের অর্থায়নে পরিচালিত যুক্তরাষ্ট্রের রিলেশনশিপ ডেভেলপমেন্টের জরিপে থেকে তথ্য নিয়ে এই গবেষণা করা হয় ।

যেভাবে ঘুমালে দাম্পত্য সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্খা থাকে
২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সী প্রায় ১ হাজারেরও বেশি আমেরিকানের উপর এই জরিপ চালানো হয়, যারা অবিবাহিত হলেও কোনও না কোনওভাবে বিপরীত লিঙ্গের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন ।
জারিপে আরও দেখা গেছে, বেশিরভাগেরই বিভিন্ন জনের সঙ্গে শারীরিক সম্পর্ক্ স্থাপনের অভিজ্ঞতা রয়েছে ।
তবে যেসব দাম্পতি সুখে দাম্পত্য জীবন পার করছেন, তাদের বেশিরভাগেরই একের অধিক সঙ্গী ছিল না বলে জানিয়েছেন ।

মেয়েদের সবচেয়ে দূর্বল পয়েন্ট কোনগুলো জেনে নিন

আশাকরি আমাদের টিপসগুলো আপনাদের কাজে লাগবে।

যদি সমান্যতম কাজে লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না।

আর নিয়মিত টিপস পেতে আমাদের সাথে থাকুন।

ফেসবুক পেজ

আমাদের সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না।

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

Spread the love

Check Also

ক্ষুধা

ক্ষুধা লাগলে মেজাজ কেন খিটখিটে থাকে

ক্ষুধা লাগলে আমাদের মধ্যে ক্লান্তি, বিভ্রান্তি বা রাগের মতো আবেগগুলো সক্রিয় হয়ে ওঠে। আর এসব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *