Tuesday , 10 December 2024

Kiss(কিস)” করার অনুভূতি কোথায় কেমন

প্রেমের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল চুমু বা কিস । কিসের মাধ্যমে বোঝা যায় প্রেমিক যুগলের মধ্যে সততা, বিশ্বস্ততা। প্রেমের সম্পর্কে অজস্র কথা যা প্রকাশ করতে পারে না তা সহজ ভাবে বুঝিয়ে দিতে পারে একটি আলতো চুমু ।গভীর ভালোবাসায় প্রিয়জনকে সিক্ত করতে মানুষের মধ্যে কিসের প্রচলন অনেক দিনের । এই কিসেরও রয়েছে বিভিন্ন ধরন । বাবা-মা ও সন্তানের মধ্যে যে চুমু বিনিময় হয়, এটা একরকম । স্বামী-স্ত্রী ও প্রেমিক-প্রেমিকার মধ্যে কিস অন্যরকম । এই কিস অনেক সময় দীর্ঘও হয়ে থাকে । কিন্তু সব সময় তা কি নিরাপদ? Kiss(কিস)” করার অনুভূতি কোথায় কেমন ?

এই দীর্ঘ কিসের ক্ষেত্রে কারও মুখে আরেকজনের লালার মাধ্যমে প্রবেশ করতে পারে আট কোটি ব্যাকটেরিয়া । এসব অণুজীব অনেক সময় ঘটাতে পারে বড় ধরনে বিপদ । এরপরও মানুষ কিন্তু থেমে নেই । বিশেষ করে ভালোবাসার প্রথম চুমুর কথা কেউ কখনো ভুলতে পারে না, তা যে স্মৃতি যেমনই হোক না কেন । প্রেম-ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ চুমু (Kiss) । এর ইতিবাচক প্রভাব ব্যাপক । কিছু সমাজে সম্পর্ক গড়া ও টিকিয়ে রাখার ক্ষেত্রে চুমু বড় ধরনের ভূমিকা রাখে বলে মনে করা হয় । বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সমাজে। তারা মনে করে থাকে, গভীর আবেগে চুমু দেওয়া মানুষের সর্বজনীন আচরণ ।

Kiss(কিস)” করার অনুভূতি কোথায় কেমন

কিন্তু জানেন কী বিভিন্ন কায়দার চুমুর আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা (Scientific explanation)? আসুন জেনে নিই কী সেই ব্যাখ্যা ।

→ কপালে আলতো চুমু সম্পর্কের গভীরতা এবং নির্ভরতা বোঝায় । আপনার কপালে প্রিয়জনের কিস বুঝিয়ে দেয় তাঁর জীবনে আপনি কতটা মূল্যবান । আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করতে উনি বদ্ধপরিকর ।

→ কানে কিস বোঝায় প্রেমের সম্পর্কে আপনি কতটা প্যাশনেট ।

→ ঘাড়ে চুমু খেলে বোঝায় প্রেমিক বা প্রেমিকা খুবই রোম্যান্টিক ।

→ গালে চুমু kiss ইঙ্গিত দেয় বন্ধুত্বের ।

→ হাতের তালুতে কিস বোঝায় আপনার পছন্দ ।

→ প্রিয়জনের পায়ের তালুতে আলতো চুমু প্রলুব্ধতাকে নির্দেশ করে ।

→ তেমনই কাঁধে খাওয়া চুমু kiss বুঝিয়ে দেবে আপনার প্রিয়জনকে আপনি কতটা কাছে চান ।

সবচেয়ে প্যাশনেট ভঙ্গিমায় চুমু হল লিপ-টু-লিপ কিস বা ওষ্ঠ চুম্বন । প্রেমের সম্পর্কে অন্য উচ্চতায় পৌঁছে দেয় এই ভঙ্গিমায় খাওয়া কিস । গভীর মানসিক একাত্মতাকে নির্দেশ করে এই চুমুর ভঙ্গিমা ।

আপনার আলতো চুমুর ছোঁয়ায় প্রিয়জনের মুখের নরম হাসিই বুঝিয়ে দেবে তাঁর জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ ।

 

যা দেখে বুঝতে পারবেন মেয়েটি ভালো না খারাপ

আশাকরি আমাদের টিপসগুলো আপনাদের কাজে লাগবে।

যদি সমান্যতম কাজে লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না।

আর নিয়মিত টিপস পেতে আমাদের সাথে থাকুন।

ফেসবুক পেজ

আমাদের সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না।

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব

Spread the love

Check Also

রাভিনা টেন্ডন

রাভিনা টেন্ডন ত্বকের যত্নে যে উপাদান ব্যবহার করেন

রাভিনা টেন্ডন একজন বলিউড অভিনেত্রী।  হাতের যত্ন নিতে কেউ অলিভ অয়েল মাখেন, আবার কেউ ময়েশ্চারাইজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *