Saturday , 13 September 2025

টাবু ৫২-তেও যেভাবে তারুণ্যে অটুট

টাবু ৫২-তেও তারুণ্যে অটুট কথাটি সত্য। বয়স যে শুধুই একটি সংখ্যা, আবার তা মনে করিয়ে দিলেন বলিউড অভিনেত্রী টাবু। নিজের অভিনয়দক্ষতায় বরাবরই দর্শকের মন জয় করে এসেছেন তিনি। তাঁর ব্যক্তিত্ব আর সৌন্দর্যও অনেককে অবাক করেছে। মেকআপ ছাড়াও বেশ আকর্ষণীয় টাবু। ৫২-তে এসেও নিজেকে কী করে তারুণ্যে ভরপুর রেখেছেন এই অভিনেত্রী? সেই রহস্যই জানালেন ‘চাঁদনি বার’ খ্যাত টাবু।

টাবু
টাবু ৫২-তেও যেভাবে তারুণ্যে অটুট

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে একের পর ছবিতে অভিনয় করে চলেছেন টাবু। তার আসল নাম তাবাসসুম ফাতিমা হাসমি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বলিউড অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, চেহারায় বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে কী করেন আপনি?

প্রশ্ন শুনেই তিনি হেসে ফেলেন। বললেন, বয়স ঠেকিয়ে রাখতে ত্বক পরিচর্যার জন্য কোনো বিশেষ রুটিন নেই আমার! তবে আমি জানি, বড়পর্দায় আমাকে সুন্দর না দেখালেই নয়। তাই যতটুকু প্রয়োজন, ততটুকু করি। ।

হাইড্রেটেড থাকা

সারা দিন প্রচুর পানি পান, নিয়মিত ব্যায়াম ও জীবন নিয়ে ইতিবাচক চিন্তা—মায়ের এ উপদেশগুলো কখনই ভোলেন না টাবু।তারুণ্য ধরে রাখতে যত্নের কোনো বিকল্প নেই

প্রকৃতিগত সৌন্দর্য

কৃত্রিম নয়, প্রকৃতিপ্রদত্ত সৌন্দর্যই আসল সৌন্দর্য মনে করেন টাবু। তবে অবশ্যই একে ধরে রাখতে যত্নের কোনো বিকল্প নেই, জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গুণী শিল্পী।আরামদায়ক ঘুম টাবুর সৌন্দর্যের একটি রহস্য।

ঘরে তৈরি স্ক্রাব

টাবুর ত্বক খুব সংবেদনশীল বলে তিনি ঘরেই স্ক্রাব তৈরি করে নেন। গোসলের আগে ব্যবহার করেন লবণ ও পেট্রোলিয়াম জেলি দিয়ে তৈরি বডি স্ক্রাব, যা মৃত কোষ অপসারণের পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

রাতের ঘুম

রাতে পর্যাপ্ত ও আরামদায়ক ঘুম টাবুর সৌন্দর্যের একটি রহস্য বলে জানান তিনি।

টাবুর ব্যাগে যা থাকে

টাবু বাড়ি থেকে বের হওয়ার সময় সঙ্গে কাজল, লিপ গ্লস, পছন্দের সুগন্ধি, লাল লিপস্টিক আর একটি ছোট জারে পেট্রোলিয়াম জেলি নিতে কখনই ভোলেন না।

ত্রিশের পরেও ত্বকের ‘গ্লো’ অটুট রাখবে যেসব খাবারগুলি

মেনোপোজ ও অনিয়মিত ঋতুচক্র চুল পড়ার জন্য দায়ী

ফেসবুক পেজ

 

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব

Spread the love

Check Also

শীতে চুলের যত্ন

শীতে চুলের যত্ন নেবেন যেভাবে জানুন

শীত মানেই হচ্ছে উৎসবের মৌসুম। শীত মানেই মিঠেকড়া রোদে ঘুরে বেড়ানো। সঙ্গে আছে পিকনিক, হইচই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *