Sunday , 20 October 2024

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ক্ষমতাসীনরা পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন।

স্বরাষ্ট্র
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে

রোববার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখে আসার পর এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “পুলিশের হাতে মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু মডেলের অস্ত্র দেখে আমি অবাক হয়ে গিয়েছি। আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বার্ডারস (সীমান্তে), নট ইন ইন্টারনাল ইউজ (অভ্যন্তরিণ কাজে ব্যবহারের জন্য নয়)”।

“পুলিশকে এই অস্ত্র দেয়া ঠিক হয়নি। যারাই দিয়েছে, এই কারণে দিয়েছে।।”

তিনি কঠোর ভাষায় জানান, পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না। এখন থেকে পুলিশ কমিশনের অধীনে পুলিশ চলবে। আপনারা পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, তারা যা করার করবে। এই পুলিশ জনগণের পুলিশ”।

তবে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ তাদের মনোবল হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন,”আজকে অবস্থা দেখেন প্রতিদিন ডাকাতি হচ্ছে, কারণ পুলিশ নাই। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে”

এক্ষেত্রে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “পুলিশকে যারা ব্যবহার করেছে তাদের ধরেন। আমি চেষ্টা করবো হুকুমদাতা যারা আছেন শাস্তি দিতে।”

সেইসাথে রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, “একজনের ইচ্ছামতো রাষ্ট্র চালানো যায়না। এই রাষ্ট্র কারো পার্সোনাল প্রপার্টি (ব্যক্তিগত সম্পদ) না, ফ্যামিলি প্রপার্টি (পারিবারিক সম্পদ) না। রাজনীতিকে নষ্ট করা হয়েছে। মানুষ মারার পরেও ক্ষমতায় থাকতে চায়।”

সূত্রঃ B B C NEWS বাংলা

সৌদি আরবে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব

Spread the love

Check Also

গবেষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় ৩৪২ গবেষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩৪২ জন গবেষক। সম্প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *