Saturday , 13 September 2025

শনি ও সোমবার সেক্স করলে কি ক্ষতি হয়?

শনি ও সোমবারে সেক্স করলে নাকি অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই কথা গুলোর কি কোনো ভিত্তি আছে নাকি নাই?

উত্তরঃ ইসলামে ও বিজ্ঞানে এই সব গাঁজা খুরি তথ্যের কোন ভিত্তি নেই। ইসলামে সপ্তাহের ৭ টি দিনই শুভদিন। এই দিন শুভ, অমুক দিন অশুভ, এরকম দ্বিমুখী কথা ইসলাম বলে না। সপ্তাহের ৭টি দিন মহান আল্লাহই সৃষ্টি করেছেন। ইসলামে সোমবার যদি অশুভ হতো, তাহলে এই দিনে মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) দুনিয়াতে আগমন করতেন না। অর্থাৎ, ইসলামে কোন দিনই অশুভ নয়। তাই, অন্ধতা পরিহার করুণ। ইসলামের সঠিক জ্ঞান অর্জন করুণ। একদল মূর্খরা কি বললো তা বিশ্বাস না করে বরং কোন কিছু জানার প্রয়োজন হলে ভালো একজন আলেমের সাহায্য নিন। আমাদের সমাজের অনেক মূর্খ আছে, যারা হিন্দুদের মতো বলে এই দিনে এটা করতে নেই, ওটা করে নেই। করলে অনেক ক্ষতি হয়। কিন্তু কি ক্ষতি হয় সেটা বলে না। দাঁড়িয়ে সেক্স করার সম্পর্কে জানতে আমাদের আগের দেওয়া উত্তর টি পড়ুন।

 

Spread the love

Check Also

সহবাস বা যৌনসঙ্গম নিয়ে ভুল ধারণা

সহবাস বা যৌনসঙ্গম নিয়ে ভুল ধারণা

সহবাস বা যৌনসঙ্গম নিয়ে আমাদের সমাজে অনেক রকম ভুল ধারণা, কুসংস্কার ও অন্ধ বিশ্বাস প্রচলিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *