গতকাল রাতটা ছিল চ্যাম্পিয়ন্স লিগের। টাইব্রেকার এর নতুন রেকর্ড হয়ে গেল । অভিজাত ক্লাবদের খেলা রেখে কে আর ক্যারাবাও কাপের খেলার খবর রাখতে যায়! তাই অনেকটা আড়ালেই পড়ে গেছে ফুলহ্যাম ও প্রেস্টন নর্থ এন্ডের মধ্যকার ম্যাচের ম্যারাথন টাইব্রেকার। ৩৪ শটের পেনাল্টি শ্যুটআউটে শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের দল ফুলহ্যামকে হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়নশিপের দল প্রেস্টন নর্থ এন্ড।
টাইব্রেকার এর নতুন রেকর্ড ৩৪ শটের
রেকর্ড গড়া টাইব্রেকারে ফুলহ্যামকে হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়নশিপের দল প্রেস্টন নর্থ এন্ড।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ক্যারাবাও কাপের ম্যাচে প্রিমিয়ার লিগের দল ফুলহ্যাম হেরে গেছে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল প্রেস্টন নর্থ এন্ডের কাছে। নির্ধারিত সময়ের খেলায় দুই দল ১-১ গোলের সমতায় শেষ করলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। ৩৪ শটের ম্যারাথন টাইব্রেকারে পেস্টন ১৬-১৫ ব্যবধানে জয় পেয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে। আর বিদায় নিয়েছে ফুলহ্যাম।
রেকর্ড গড়া টাইব্রেকারে ফুলহ্যামকে হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়নশিপের দল প্রেস্টন নর্থ এন্ড।
ক্যারাবাও কাপ তথা লিগ কাপে এর আগে দীর্ঘতম টাইব্রেকারের রেকর্ডটি ছিল ৩২ শটের। ২০১৬ সালে সেই টাইব্রেকারে ডার্বি ১৪-১৩ ব্যবধানে হারিয়েছিল কার্লাইলকে। সেই রেকর্ড ভেঙে দিয়েছে ফুলহ্যাম-প্রেস্টন ম্যাচটি।
আরও পড়ুন: বার্নসলের জালে ইউনাইটেডের ৭ গোল
এদিন টাইব্রেকারে প্রথম ৩২ শট শেষে ১৫-১৫ সমতা ছিল। ফুলহ্যামের তিমোথি কাস্তানিয়ে ৩৩তম শটটি বার উঁচিয়ে বাইরে মারেন। কিন্তু ৩৪তম শটটি প্রেস্টনের রায়ান লেডসন জালে পাঠালে শেষ হয় এই ম্যারাথন টাইব্রেকার।
আরও পড়ুন: বার্নসলের জালে ইউনাইটেডের ৭ গোল
এর আগে নির্ধারিত সময়ের খেলায় ফুলহ্যামই আধিপত্য দেখিয়েছে। কিন্তু ম্যাচের স্রোতের বিপরীতে ৩৫ মিনিটে রায়ান লেডসন প্রেস্টনকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে সেই গোল শোধ করেন ফুলহ্যামের রিস নেলসন।
ইউরোপে দ্রুত ছড়াচ্ছে করোনার ‘এক্সইসি’ নতুন ভ্যারিয়েন্ট
কিভাবে হবে সংবিধান সংস্কার, গণভোট নাকি সংসদে?
এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,
আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।