Friday , 18 October 2024

রিহ্যাব থেকে বেরিয়ে কী প্রতিশ্রুতি দিল নোবেল?

গানের থেকেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনা হয় বেশি। একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে নোবেল এর। নভেম্বর থেকে রিহ্যাবে ছিলেন তিনি। সেখান থেকে বেরিয়েই কী বললেন গায়ক?

 

নোবেল
রিহ্যাব থেকে বেরিয়ে কী প্রতিশ্রুতি দিল নোবেল

 

 

রিহ্যাব থেকে বেরিয়ে কী প্রতিশ্রুতি দিল নোবেল

জনপ্রিয় গানের রিয়্যালিটি শো-এর মাধ্যমে দুই বাংলায় জনপ্রিয় পান মইনুল আহসান নোবেল। তাঁর গান মুগ্ধ করেছিল দুই বাংলার দর্শককে। তবে গানের থেকেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনা হয় বেশি। একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে তাঁর। যে কারণে, একগুচ্ছ কাজও হারিয়েছেন নোবেল। এমনকি তাঁর বিরুদ্ধ একাধিক অভিযোগ তুলেছিলেন গায়কের স্ত্রীও।

নেশা করে মঞ্চে গান গাইতে ওঠার অভিযোগ তুলেছিল বাংলাদেশেরই একটি ক্লাব। তার পর দীর্ঘ দিন রিহ্যাবে ছিলেন নোবেল। এ বার রিহ্যাব থেকে বেরিয়ে নিজেকে পুরো পাল্টে ফেলার প্রতিশ্রুতি দিলেন সর্বসমক্ষে। একটি বাংলাদেশি সংবাদমাধ্যমকে সাক্ষাত্‍কারে এমনটাই জানিয়েছেন গায়ক। সেখানে নিজের ভুল স্বীকারও করে নেন নোবেল। নিজের ইচ্ছাতেই যে রিহ্যাবে গিয়েছিলেন সে কথাও জানিয়েছেন গায়ক। আরটিভিকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি কী বলেছেন?

কান বন্ধ হয়ে গেলে কী করবেন

জোর করে খাইয়ে কারও বিপদ ডেকে আনছেন কি

মুখের দাগছোপ দূর করতে কোন সিরাম বেছে নেবেন

নোবেল বলেন, “অনেক ভুল করেছি। কাউকে এখন দোষারোপ করার কিছু নেই। সব কিছুর জন্য আমিই দায়ী। অনেকের সঙ্গেই আমার দূরত্ব এবং ভুল বোঝাবুঝি হয়েছে। মানুষের আমার কাছে যা প্রত্যাশা ছিল সেটা আমি পূরণ করতে পারিনি।” শুধু তাই নয় এত দিন বিভিন্ন সময়ে নানা ক্ষেত্রে কুমন্তব্য করতেও পিছু পা হননি নোবেল। এ প্রসঙ্গেও তিনি জানিয়েছেন এখন থেকে তিনি আর এমন কোনও ভুল মন্তব্য করবেন না।

আমড়া দিয়ে ডালের মুখরোচক রেসিপি

সঙ্গীর সঙ্গে মতের মিল হয়না, সামলাবেন যেভাবে

রক্তে শর্করা বৃদ্ধি পেয়েছে যে লক্ষণে বুঝবেন

প্রতিদিন কাজল দিলে চোখে হতে পারে যে ক্ষতি

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাস থেকে রিহ্যাবে রয়েছেন নোবেল। অতিরিক্ত মাদক আসক্তির জন্যই রিহ্যাবে যেতে হয়েছিল তাঁকে। নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল অনেক চেষ্টা করেও তাঁকে পথে আনতে পারেননি। ফেসবুকের পাতায়ই স্বামী নোবেলের বিরুদ্ধে উগরে দিয়েছিলেন একগুচ্ছ অভিযোগ। স্ত্রীয়ের উপর শারীরিক নিগ্রহের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এমন কোনও ঘটনারই আর পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছেন গায়ক।

ফেসবুক পেজ

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

গবেষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় ৩৪২ গবেষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩৪২ জন গবেষক। সম্প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *