Saturday , 13 September 2025

কোন বয়সের নারী-পুরুষের যৌন মিলন বেশি সুখি?

যৌন মিলন করে নারী পুরুষ উভয়েই চরম সুখ অনুভব করে।যৌন মিলেনের সুখকে স্বর্গের সুখের সাথে তুলনা করা হয়েছে। মহান আল্লাহতাল্লা বৈধ ( sex ) যৌন মিলনের মাঝে চরম সুখ স্থাপন করে দিয়েছেন।তবে সব বয়সের নারী পুরষরা যৌন মিলনে সমান সুখ পায় না। বয়সের তারতম্যতা এখানে স্থান পেয়েছে। সাধারনত যে সব নর নারীর বয়স ৩০ থেকে ৩৯ বছরের মধ্যে তারাই যৌনজীবনে বেশি সুখি।

যৌন মিলন
কোন বয়সের নারী-পুরুষের যৌন মিলন বেশি সুখি?

কোন বয়সের নারী-পুরুষের যৌন মিলন বেশি সুখি?

 

উঠতি বা তাজা যুবক যুবতীদের শারীরিক উত্তেজনা কম সময়ের ব্যবধানে বার বার হলেও যৌন মিলনকালে তারা বেশি সময় ধরে মিলন করতে পারেনা। অন্যদিকে অতি দ্রুত বীর্যস্থলনের কারণে তাদের মনে একপ্রকার ভয় এবং দুশ্চিন্তার জন্ম নেয়। যার কারণে তাো তাদের সত্যিকারের ক্ষমতাকেই বিলুপ্ত করে দেয় অজান্তেই। মনে রাখবেন “৩৫ বছর বয়সের আগে মিলনের জন্য কোন প্রকার ঔষধ খাবার প্রয়োজন পড়েনা।

বীর্য বেশিক্ষণ ধরে রাখার উপায় কি?

কনডম ব্যবহারে যে ভুলগুলো আপনি করেন!

যৌন আগ্রহ কমিয়ে দেয় যে খাবারগুলো

শুধুমাত্র সুষম খাবার খেলেই আপনি যৌনমিলনে সক্ষম একজন পুরুষ!” অপরদিকে বয়স বাড়ার সাথে সাথে কিছুক্ষন পরপর শরীর উত্তেজিত না হলেও একবার উত্তেজিত হবার পর তা অনেক সময় পর্যন্ত বিদ্যমান থাকে এবং একই সময়ে পরষ্পরের শারীরক প্রয়োজন এবং ভাললাগার জায়গা গুলো জানা থাকার কারনে ৩০ উর্ধো যুগল যৌনজীবনে বেশি সুখী হয়।

পুরুষের গোপন সমস্যা– সমাধান নিন

ধর্মমতে যৌন মিলন দীর্ঘস্থায়ী করার উপায়

শীতকালে যৌন আগ্রহ বাড়ার কারণ কি?

সব কথার শেষ কথা ” মূলত মনের জোর হলো আসল জোর!” একথা ভুল যে, শরীর আর শরীরে কখনো মিলন হয়না ।মিলন হয় মন আর মনের ।(প্রমান স্বরূপ বলা যায় – মিলনের সময় স্বামী-স্ত্রী যৌনাঙ্গের চেয়ে পরষ্পরের চোখের দিকে বেশি দেখে থাকেন)। আশাকরি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন।

পুরুষদের যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণ কী?

প্রস্রাবের রং শরীরের কী বার্তা দেয় এবং কখন চিন্তিত হবেন?

স্বপ্নদোষ এর শরীরের পক্ষে ভালো ও মন্দ দিকসমূহ

ফেসবুক পেজ

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

সহবাস বা যৌনসঙ্গম নিয়ে ভুল ধারণা

সহবাস বা যৌনসঙ্গম নিয়ে ভুল ধারণা

সহবাস বা যৌনসঙ্গম নিয়ে আমাদের সমাজে অনেক রকম ভুল ধারণা, কুসংস্কার ও অন্ধ বিশ্বাস প্রচলিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *