Friday , 18 October 2024

যৌন মিলন শেষ হবার পর যে পাচটি বিষয় গুরত্বপূর্ণ

যৌন মিলন করারপর প্রত্যেক দম্পতির কিছু কিছু বিষয় মাথায় রাখা উচিতেএই গুরুত্বপূর্ণ বিসয় গুলো মাথায় না রাখলে দাম্পত্য জীবন সুখের হয় না। আজ জানবেন যৌন মিলন শেষ হবার পর যে পাচটি বিষয় গুরত্বপুর্ন সহকারে পালন করা উচিত সেই বিষয়ে।ছরুন শুরু করা যাক।

যৌন মিলন
যৌন মিলন শেষ হবার পর যে পাচটি বিষয় গুরত্বপূর্ণ

 

যৌন মিলন শেষ হবার পর যে পাচটি বিষয় গুরত্বপূর্ণ

 

১. যৌ’ মিলন পরবর্তীসময় মিলনের পোষ্টমটেম করবেন না। অর্থাৎমিলনের পর পরই সঙ্গীর অপারগতা গুলো নিয়ে আলোচনা শুরু করবেন না। এটা অন্য সময় আলোচনা করা যেতে পারে। তাকে উৎসাহ অথবা টিপস দিতে পারেন কিভাবে যৌন মিল’ন করলে আপনি বেশি মজা পেতেন। সব সময় পুর্নতৃপ্তি পাবেন এমন কোনকথা নয়। আপানার সঙ্গী আপনার প্রতিপক্ষ নয়। তাই তাকে হারানোর চেষ্টা করবেন না। এতে আপনি নিজেই হারবেন।

২. যৌ’ন মিলন পরবর্তী সময়ে আপনার সঙ্গীকে বলুন আপনি কতটা আনন্দ পেয়েছেন। এটি পরবর্তীতে তাকে উৎসাহ জোগাবে আপানাকে তৃপ্ত করার।

কিভাবে বুঝবেন আপনার সঙ্গী ভার্জিন কি না ?

বিবাহ ছাড়া যৌন মিলনের কিছু খারাপ প্রভাব

৩. পারিবারিক সমস্যা কখনো বিছানায় আনবেন না। আমাদের দেশের নারীদের একটা প্রবনতাআছে যৌন মিলনের সময় পুরুষ যখন চরম উত্তেজনায় তখন নারীতার পাওনা/বায়না আদায়ের উপযুক্ত সময় মনে করে পুরুষ সঙ্গীকে চাপের মুখে ফেলতে চায়। এটা মোটেও সংসারে সুখ আনবে না। সুখি পরিবারে সঙ্গীর বায়না এমনিতে পুরন করার আগ্রহ জাগে।

৪. যৌন মিল’ন করার পর পর অন্ততঃ দুই-তিন মিনিট একে অপরকে জড়িয়ে ধরে রাখুন । তার চেয়ে বেশি সময় নিলে আরো ভাল।

 

৫. যৌন মিল’ন শেষে সঙ্গীর চোখের দিকে পরিতৃপ্তির হাসি দিয়ে বলুন “আমি তোমায় অনেনননক ভালবাসি”।

যে ১০টি কারনে মেয়েরা যৌন মিলন করে

মেয়েদের দুধ মর্দন এবং চোষার সঠিক কৌশল

উপরোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন। মনে রাখবেন যৌন জীবনকে সুখময় করতে হলে আপনাকে অনেক কিছু মনে চলতে হবে এবং আপনি ও অনেক কিছু পাবেন।

ফেসবুক পেজ

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

সহবাস

সহবাস বা যৌনসঙ্গম নিয়ে ভুল ধারণা

সহবাস বা যৌনসঙ্গম নিয়ে আমাদের সমাজে অনেক রকম ভুল ধারণা, কুসংস্কার ও অন্ধ বিশ্বাস প্রচলিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *