Monday , 28 October 2024

শরতের সাজ-পোষাক কেমন হবে?

শরতের সাজ-পোষাক নিয়ে আজকে কিছু কথা না বললে নয়। নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা, নিচে নদীপাড়ে, বিস্তীর্ণ মাঠে কাশফুলের সাদা। কয়েক দিন পর যোগ হবে শিউলি ফুলের সাদা–কমলা। শরতের রং বলতে এগুলোই চোখের সামনে ভাসে। এ সময়ের পোশাকগুলো যেন প্রকৃতির রঙেই সেজে ওঠে। বর্ষার মতো শরৎকালের পোষাক এ তাই ফুটে ওঠে নীল, সঙ্গে থাকে সাদা।

সাজ-পোষাক
শরতের সাজ-পোষাক কেমন হবে?

শরতের সাজ-পোষাক কেমন হবে?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেওয়ার জন্য অনেকেই ছুটে যাবেন কাশবনের মাঝে। পরনে থাকবে শরতের রং আর নকশা। তালপাকা গরমের মধ্যেও বৃষ্টি নেমে যায় ঝুম করে। কিছুক্ষণ স্বস্তি, এরপর আবার সেই গরম। আবহাওয়া যখন এমন, পোশাকটাও হওয়া চাই সে অনুযায়ী। সাজ-পোষাক এ আনতে পারেন মৌসুম উপযোগী ধারা।

Read more…

কালো ঘন চুল পেতে ম্যাজিকাল হেয়ার অয়েল

বর্ষার দিনে পছন্দের ছাতা হোক নতুন ফ্যাশান

প্রেম ও ছলনার গল্প নাটকে – নিদ্রা দে নেহা যা বল্ল

শরতের আবহে মানিয়ে যাবে নীল রঙের এমন কো–অর্ড। চোখেও থাকতে পারে
নীল কাজল।

পোশাকের কাট আর স্টাইলেও থাকতে পারে ভিন্নতা।

Read more…

অ্যালোপেশিয়া কেন হয় এবং কীভাবে প্রতিরোধ করা যায়

শরতের স্বর্গ নামে যেখানে

পায়ের পেশিতে টান লাগলে যেটি করতে পারেন

স্বল্প বাজেটে ঘরের নতুনত্ব আনুন



ফেসবুক পেজ

আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

সাজে

সাজে থাক রং , সাথে আরামও থাক

রঙিন নকশার পোশাক, মেকআপ আর গয়নাতেও আরামদায়কভাবে নিজেকে সাজিয়ে তোলা সম্ভব। শারদীয় দুর্গাপূজার সাজে থাকতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *