Saturday , 9 November 2024

বিয়ের পর চুলের যত্ন যেভাবে নিবেন

চুলের যত্ন নিতে কে না চায়। বিয়ের সাজগোজ হেয়ার স্টাইল ভিন্ন রকন হ্যর ওঠে কারণ সব মেয়েই চায় তার জীবনের এই বিশেষ দিনে তাকে যেন সবচেয়ে সুন্দর দেখাক। দেখা যায় কনে হলুদের দিন থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত বিভিন্ন অকেশনে ভিন্ন ভিন্নভাবে হেয়ার স্টাইল করেন। এই সময় চুল ঠিকভাবে সেট করার জন্য স্প্রে, হেয়ার ওয়্যাক্স ইউজ করা হয়। আর ডিফারেন্ট হেয়ার স্টাইলিংয়ের জন্য হিট দেওয়া তো মাস্ট! একটানা হিট স্টাইলিংয়ের কারণে চুলে কিছুটা হলেও স্ট্রেস পড়ে, তাই না? সে কারণে বিয়ের পর চুলের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। পোস্ট ওয়েডিং হেয়ার কেয়ার টিপস নিয়ে আজকের ফিচার।

চুলের যত্ন
বিয়ের পর চুলের যত্ন যেভাবে নিবেন

বিয়ের পর চুলের যত্ন যেভাবে নিবেন

 

বিয়ের পর চুলের যত্ন

প্রোগ্রাম শেষে চুলের জট ছাড়ানো, ফ্রিজিনেস কন্ট্রোল করা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জিং! নতুন কনে যারা আছেন, বা যারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন; তাদের জন্য আজ কিছু ইফেক্টিভ টিপস শেয়ার করবো।

চুলের জট ছাড়াতে ডিট্যাঙলিং ব্রাশ

প্রথমে চুলের সব ক্লিপ, ইউ পিন আস্তে আস্তে খুলে নিন। এরপর হাতের আঙুলের সাহায্যে ব্রেইড, কার্লগুলো ছাড়িয়ে নিন। এবার লাইট ওয়েট হেয়ার অয়েল চুলে অ্যাপ্লাই করে ডিট্যাঙলিং ব্রাশ দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন। ডিট্যাঙলিং ব্রাশ না থাকলে আপনি কাঠের চিরুনিও ব্যবহার করতে পারেন। হেয়ার ছোট ছোট সেকশন করে নিয়ে আঁচড়িয়ে নিন।

শ্যাম্পু সিলেকশন

হেয়ার স্প্রে, সেরাম এগুলোর রেসিডিউ হেয়ারে যেন না থেকে যায়, সে কারণে একটি সালফেট বেইজড শ্যাম্পু চুজ করুন। রেগুলার বেসিসে আমরা মাইল্ড শ্যাম্পু ইউজ করছি, কিন্তু চুল ও স্ক্যাল্প থেকে সিলিকন বিল্ডআপ ক্লিন করতে আপনাকে অবশ্যই ক্ল্যারিফায়িং শ্যাম্পু অথবা সালফেট যুক্ত শ্যাম্পু সপ্তাহে একদিন ব্যবহার করতে হবে।

ডিপ কন্ডিশনিং

এই স্টেপটি ফ্রিজি, রাফ হেয়ারের জন্য মাস্ট! বিয়ের সময় চুলে ডিফারেন্ট স্টাইলিং করতে হাই টেম্পারেচারে ক্রিম্পার, স্ট্রেইটনার, কার্লার এগুলো ব্যবহার করা হয়; যার ফলে চুল খুব সহজে ড্যামেজ হয়ে যায়। চুলের ময়েশ্চার ও শাইন রিস্টোর করতে ডিপ কন্ডিশনার চুজ করুন। শ্যাম্পুর পর ভেজা চুলে কন্ডিশনার ১০ মিনিট রেখে ওয়াশ করে ফেলুন।

হেয়ার স্পা

সানস্ক্রিন ব্যবহারের এই দিকগুলো জানুন

পূজায় ঝটপট নিজের যত্ন নেবেন যেভাবে

হারিয়ে যাচ্ছে কি মেয়েদের লম্বা চুল এর চল

বিউটি সেল্যুন থেকে হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট অথবা হেয়ার স্পা নিতে পারেন। ইনস্ট্যান্ট শাইনি ও সিল্কি হেয়ার পেতে হেয়ার স্পা দারুণ ইফেক্টিভ। তাছাড়া এক্সপার্ট হ্যান্ডে যখন আপনি এই স্পা বা সার্ভিস নিবেন, তখন অয়েল ম্যাসাজও করা হয় যা বেশ রিল্যাক্সিং। ঘরে বসেও কিন্তু হেয়ার স্পা করে নিতে পারেন। প্রথমে অয়েল ম্যাসাজ, তারপর স্টিমিং, এরপর হেয়ার প্যাক অ্যাপ্লাই। জাস্ট ৩টি স্টেপসে ঘরে বসে হেয়ার স্পা করা যায়।

স্পা প্যাক কীভাবে বানাবেন?

২ চামচ অ্যালোভেরা জেল, ৩ টেবিল চামচ নারকেল তেল, ১টি ডিম আর ১ টেবিল চামচ টকদই- সব উপকরণ মিক্স করে স্মুথ পেস্ট তৈরি করে ফেলুন। এবার চুলে অ্যাপ্লাই করে ৪০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিন।

বিয়ের পর হিট স্টাইলিং এড়িয়ে চলুন

প্রোগ্রাম শেষ হয়ে গেলে হিট স্টাইলিং টুলস অ্যাভোয়েড করার চেষ্টা করুন। এখন হেয়ারকেও একটু রেস্ট দিন! বিয়ের পর খুব স্বাভাবিকভাবেই দাওয়াত, গেট টুগেদার, পার্টি এগুলো অ্যাটেন্ড করতে হয়। এই সময় হিটলেস কার্লস, সিম্পল বান এগুলো ট্রাই করুন। চুলে কন্টিনিউয়াস হিট দিলে ফ্রিজিনেস আরও বাড়তে থাকবে। যদি হিট স্টাইলিং করতেই হয়, তাহলে হিট প্রোটেকটর সিরাম বা স্প্রে অ্যাপ্লাই করে নিন।

কেমিক্যাল ট্রিটমেন্ট এড়িয়ে চলুন

এই সময় রিবন্ডিং, কালার এগুলো না করা-ই ভালো। কারণ ড্যামেজড হেয়ারে এই ধরনের কেমিক্যাল বেইজড ট্রিটমেন্ট নিলে চুলের ড্রাইনেস, রাফনেস আরও বাড়তে পারে। এই সময় চুলে কোনো এক্সপেরিমেন্ট নয়! জাস্ট বেসিক হেয়ার কেয়ার রুটিন মেনটেইন করুন।

পুষ্টিকর খাবার ডায়েটে রাখুন

বাহ্যিক যত্নের পাশাপাশি ভেতর থেকেও পুষ্টি প্রয়োজন। আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করুন। আপনার খাদ্যতালিকায় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। ডিম, বাদাম, সবুজ শাকসবজি, দুধ, সিজনাল ফ্রুট ডায়েট চার্টে রাখুন।

কিছু বিষয় যা মনে রাখা জরুরি

  • চুলের আগা ফাটা থাকলে সেই অংশটুকু ট্রিম করে নেওয়া বেটার
  • এক্সট্রিম ড্রাই হেয়ার হলে আরগান অয়েল ইউজ করতে পারেন
  • স্যাটিনের পিলো কভার ব্যবহার করুন
  • প্লাস্টিকের চিরুনির বদলে কাঠের চিরুনি বেছে নিন।

একটানা হিট স্টাইলিংয়ে পর চুলের যত্ন নেওয়ার সহজ উপায় জেনে নিলেন তাহলে! বিয়ের পর সবার জীবনেই কিছুটা পরিবর্তন আসে, খুব স্বাভাবিক। শত ব্যস্ততার মধ্যেও নিজের যত্ন নিতে ভুলবেন না। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ফেসবুক পেজ

আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

মেকআপ কিটে

নতুন বউয়ের মেকআপ কিটে যেগুলো না থাকলেই নয়

বিয়ের মেকআপও হতে হবে একদম পারফেক্ট। মেকআপ কিটে যে প্রোডাক্ট আছে তাই দিয়েই নিজেকে রাঙিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *