Friday , 18 October 2024

পূজার পোশাক কোনটা নিবেন ?

দুর্গাপূজা সামনে রেখে বর্ণিল নকশার নতুন পূজার পোশাক নিয়ে হাজির কে ক্রাফট। শারদীয় নানা মোটিফের অনুপ্রেরণায় এবং বিচিত্র রং বিন্যাসে চলতি ট্রেন্ডকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে পূজার পোশাক। থাকছে ফ্লোরাল, ওয়াটার লিলি, ট্রাইবাল, আলাম, ইক্কত, মুঘল, ট্র্যাডিশনাল ও মিক্সড মোটিফের ব্যবহার। ক্লাসিক লুকের সঙ্গে রেট্রো লুকের কম্বিনেশনে থাকছে নতুন মাত্রা।

পূজার পোশাক
পূজার পোশাক কোনটা নিবেন

 

পূজার পোশাক কোনটা নিবেন

নারীদের শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক, কটি, স্কার্ট এবং অন্যান্য বোটমওয়্যারসহ ছেলেদের জন্য রয়েছে রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। পাঞ্জাবির সঙ্গে রয়েছে কাতান, সিল্ক এবং কটন কাপড়ে হালকা ও ভারী প্রিন্ট করা কটি। ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া, পলো শার্ট এবং টি-শার্ট থেকেও বেছে নেওয়া যাবে পূজার পোশাক। শিশুদের জন্য রয়েছে নতুন সালোয়ার-কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, পাঞ্জাবি, শার্ট, কটি, ফতুয়া, পলো শার্ট ও টি-শার্ট।

দুর্গাপূজা উপলক্ষে নতুন নকশার পোশাক নিয়ে এসেছে ফ্যাশন হাউস টুয়েলভ ক্লদিং। ঋতু বৈচিত্র্যের বিষয়টিকে প্রাধান্য দিয়ে পোশাকের নকশা করে টুয়েলভ। এবার থাকছে সেই ধারা।

রক্তে শর্করা বৃদ্ধি পেয়েছে যে লক্ষণে বুঝবেন

প্রতিদিন কাজল দিলে চোখে হতে পারে যে ক্ষতি

যেসব খাবার সন্তানের উচ্চতা বাড়াবে

এথনিক বিভাগকে প্রাধান্য দিয়ে স্টাইলে নতুনত্ব এনে সাজিয়েছে পূজার কালেকশন। পোশাকের নকশায় উত্সবের আমেজসহ থাকছে নানা ঢঙের ছোঁয়া। এথনিক কালেকশনের নারী, পুরুষ ও শিশু—তিন শ্রেণিতে বিভিন্ন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির সংমিশ্রণে সাজানো হয়েছে নকশা। পূজার পাঞ্জাবিতেও থাকছে নতুন নকশার আয়োজন। ছেলেদের পায়জামা-পাঞ্জাবির সঙ্গে সামঞ্জস্য রেখে বাহারি নকশার কটি পাওয়া যাবে।

পাশাপাশি মেয়েদের থ্রি-পিস, টু-পিসের সালোয়ার-কামিজ, কুর্তি, গাউনসহ ট্রেন্ডি সব পোশাক বেছে নিতে পারবেন ক্রেতারা।

চোখ কি শুষ্ক হয়ে যায় জানতে চান কী করবেন

টেলিভিশন কতটা দূর থেকে দেখা উচিত

ছেলেরা যে কারণে লম্বা চুল রাখছেন এখন

চুল কাটার আগে কী করবেন আর কী করবেন না

ফেসবুক পেজ

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

বর্ষার

বর্ষার দিনে পছন্দের ছাতা হোক নতুন ফ্যাশান

বর্ষার দিনে পছন্দের ছাতা সেই ছোট্টবেলার বৃষ্টির দিন গুলোর কথা কি মনে পরে আপনার? আকাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *