Saturday , 13 September 2025

পেঁপে খাওয়ার উপকারিতা

পেঁপে পুষ্টিগুণসমৃদ্ধ একটি ফল। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও খনিজ পদার্থ। এতে ক্যালরির পরিমাণও কম। খালি পেটে পেঁপে খাওয়া শারীরিকভাবে উপকারী। সকালে বা রাতে—যখনই খাওয়া হোক।

পেঁপে
পেঁপে খাওয়ার উপকারিতা

প্রতিদিন এক বাটি পেঁপে-খাওয়া যেতে পারে। পেঁপেতে শর্করার পরিমাণ কম, তাই ডায়াবেটিসের রোগীদের জন্যও কিছু পরিমাণে পেঁপে-খেলে সমস্যা হবে না।পেঁপের উপকারিতার শেষ নেই। নিয়মিত পেঁপে-খেলে কোষ্ঠকাঠিন্য, বদহজম, অম্বলের গোলমাল কমায়। ত্বক ও চুলের পরিচর্যায় পেঁপেও উপকারী। পেঁপের মধ্যে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট ক্যানসার ও হৃদ্‌রোগের ঝুঁকি কমায়। শরীরের ওজন হ্রাসেও পেঁপের কার্যকারিতা প্রমাণিত। পেঁপের মধ্যে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে। তা ছাড়া পেঁপের অন্তর্নিহিত অ্যান্টি–অক্সিডেন্ট রোগ প্রতিরোধক্ষমতা কমায়।

 

তবে পেঁপেতে যাঁদের এলার্জি আছে, তাঁদের পেঁপএ খাওয়া থেকে বিরত থাকতে হবে। তা ছাড়া গর্ভবতী মায়েদের কাঁচা-পেঁপেএ না খাওয়াই উত্তম, কেননা এর মধ্যে রয়েছে ল্যাটেক্স নামের পদার্থ, যা গর্ভপাতের ঝুঁকি বাড়ায়।

 

পেঁপেখেতে হবে খালি পেটে। পেঁপেয়ে খাওয়ার ৪০ থেকে ৪৫ মিনিট পর পানি পান করা যেতে পারে। আর পেঁপের মধ্যে এমনিতেই যথেষ্ট পরিমাণে পানি আছে।

ডা. মুসআব খলিল, পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ, মহাখালী, ঢাকা।


কৈশোরে সঠিক পুষ্টির প্রয়োজনীয়তা

আলঝেইমার রোগ মানেই কি ভূলে যাওয়া রোগ

 

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

পানি

পর্যাপ্ত পানি পানের অভাবে শরীরে যেসব সমস্যা হয়

ঠান্ডা আবহাওয়ায় পানি পিপাসা কম অনুভূত হয়। ফলে পানি কম খাওয়া হয়। এতে শরীরে পানির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *