বোর্ডের পক্ষ থেকে শনিবার সকাল ৮.৪৫ মিনিট নাগাট এক্স হ্যান্ডেলে জানানো হয়, বৃষ্টির কারণে কানপুরে দ্বিতীয় দিনের খেলায় দেরি হচ্ছে শুরু হতে। পরবর্তীতে আরও আপডেট জানানো হবে।

দ্বিতীয় দিনের খেলায় রোহিত-শান্তরা ফিরলেন হোটেলে,প্রথম সেশন ধুয়ে গেল বৃষ্টিতে
কলকাতা: কানপুর টেস্টে বড় ভিলেন এখনও অবধি বৃষ্টি। শেষ অবধি এই টেস্ট ভেস্তে যাবে না তো? এমন গন্ধ পেতে শুরু করেছেন অনেক ক্রিকেট প্রেমী। শুক্রবার শুরু হয়েছে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম দিন থেকেই বৃষ্টির কারণে সব গোলমাল হয়েছে। টস দেরিতে হয়েছে। ম্যাচও শুরু হয় দেরিতে। তারপর বৃষ্টির কারণেই তাড়াতাড়ি দিনের খেলা শেষ হয়ে যায়। আজ শনিবার কানপুরের ছবিটা বদলায়নি। সকাল থেকেই সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে সকাল ৮.৪৫ মিনিট নাগাট এক্স হ্যান্ডেলে জানানো হয়, বৃষ্টির কারণে কানপুরে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পরবর্তীতে আরও আপডেট জানানো হবে। এরই মাঝে সংবাদসংস্থা এএনআই মারফত জানা গিয়েছে, গ্রিন পার্ক স্টেডিয়াম ছেড়ে টিম হোটেলে ফিরেছে দুই দল।
নিজে নিজেেই ভ্রুর আকার ঠিক করবেন যেভাবে
বৃষ্টিতে স্নিকার্স সুরক্ষিত রাখবেন যেভাবে
ছেলেদের হেয়ার স্টাইল দেখেই বুঝে নিন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য
আপনার ফোনে কি চার্জ ১০০ থেকে সোজা ৩০-৪০ শতাংশে নেমে যাচ্ছে
সংবাদসংস্থা এএনআইয়ের শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গিয়েছে, টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা টিম বাসে করে কানপুরে টিম হোটেলে ফিরে যাচ্ছেন। পরবর্তীতে জানা গিয়েছে, বাংলাদেশের ক্রিকেটাররাও টিম হোটেলে ফিরে গিয়েছেন। যে পরিমাণে কানপুরের আবহাওয়া খারাপ হচ্ছে, তাতে দ্বিতীয় টেস্টের ফলাফল পাওয়া যাবে না বলে মনে করছে ক্রিকেট মহল।
এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,
I think the admin of this web site is in fact working hard for his site, as here
every material is quality based information.