Friday , 25 October 2024

পাকা বেদানা চেনার উপায়

ফল কিনতে গিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। ভালো ফল না চিনে কিনতে ঠকতে হয় প্রায়শই। তাই এই বিষয়ে ভালো ও পাকা বেদানা চেনার উপায়গুলি জেনে নিবো। চলুন জানতে চেষ্টা করি-

পাকা বেদানা
পাকা বেদানা চেনার উপায়

পাকা বেদানা চেনার উপায়

 

বেদনা দেখতেও যেমন আকর্ষণীয়, এটি খেতেও তেমনই সুস্বাদু। এই ফলে পর্যাপ্ত আয়রন থাকায় রক্ত স্বল্পতার সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে এটি ওষুধের মতো কাজ করে।

পাকা ভালো বেদনা চেনার সহজ উপায়গুলো আজ জানবো। আকার, ওজন ও রং দেখে খুব সহজেই এই স্বাস্থ্যকর ফলটি চেনা সম্ভব। আয়রনসমৃদ্ধ এই ফল রক্তাল্পতার দারুণ কার্যকরী। এছাড়া গ্রীষ্মে বেদানা শরীরে পানির ঘাটতি মেটায়।

আকার

ভেজাল দুধ চিনবেন যেভাবে

বিপদ যখন আসে কী করবেন তখন

প্রচণ্ড গরমে দিনরাত এসি মধ্যে থাকছেন

এই ফল পাকা কি না আকৃতি দেখে বোঝা যায়। যদি পাকা হয় সেক্ষেত্রে এর আকৃতি তিন কোণা হয়। এছাড়াও এই বেদানার বাইরের ত্বক মসৃণ হয়।

ওজন

ফলটি হাতে নিয়ে ওজন বেশি মনে হলে চোখ বন্ধ করে সেটি নিয়ে নিন। এই বেদানার ওজন সব সময় বেশি হয়। এই বেদানার রস ও বীজ বেশি বলে ভারী হয় সেটি।

রং

বাজারে গেলে সাধারণত দুই ধরনের এই ফল দেখতে পাওয়া যায়। এক ধরনের ফল হালকা সবুজ ধরণের আর কিছু লাল টুকটুকে। সবুজ নয় সব সময় লাল রং দেখেই বেদানা কিনুন।

ফেসবুক পেজ

আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

সম্পর্ক

সম্পর্ক বাঁচে যত্নে

যে কোনো সম্পর্ক টিকে থাকে যত্নে। মানুষ সঙ্গীপ্রিয়। মানুষের একা থাকা স্বভাবজাত নয়। জীবনে চলতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *