Saturday , 9 November 2024

পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু সোমবার থেকে

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৩ নভেম্বর (রোববার) পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। এছাড়া আগামী ৪ নভেম্বর (সোমবার) থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা করা হবে।

জমাদিউল
পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু সোমবার থেকে

পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু সোমবার থেকে

শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, আজ ২৯ রবিউস সানি ১৪৪৬ হিজরি, ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২ নভেম্বর ২০২৪ খ্রি. শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এ অবস্থায় আগামীকাল ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৩ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রোববার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৪ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ (সোমবার) থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

সভায় উপস্থিত ছিলেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফুল ইসলাম, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের উপ-প্রশাসক আনিসুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আ. রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক রুহূল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের সানি খতিব আফনান মুহাম্মাদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ।

আরও পড়ুন

পাকা বেদানা চেনার উপায়

‘স্যাপিওসেক্সুয়াল’ সম্পর্কে কতটুকু জানেন

রোদ থেকে সুরক্ষার জন্য যা করবেন

মা-মেয়ের বন্ধুত্ব সম্পর্কে নারীত্বের বন্ধন 

শরতের সাজ-পোষাক কেমন হবে?

সাজে থাক রং , সাথে আরামও থাক

রুপচর্চায় চন্দন ব্যবহারের ৩ টি দারুন নিওম

শরীর ব্যথা করে কেন ঘুম থেকে উঠার পর

পেটের মেদ দূর করবে সকালের ৭টি অভ্যাস

পেপটিক আলসার এ ভুগছেন কিনা বুঝবেন যেভাবে

নিম পাতার ৪টি ব্যবহার চুলের খুশকি দূর করতে জানুন

মেয়েদের সাদা স্রাব নিয়ে কিছু কথা

ওয়ার্ম স্কিনটোন এ লিপস্টিকের যে শেড মানাবে

ফেসবুক পেজ

মূলত ইসলাম ধর্মের জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

শিল্প উৎসবের

আমেরিকায় ১১তম ইসলামী শিল্প উৎসবের আয়োজন করা হয়েছে।

আমেরিকায় ১১তম শিল্প উৎসবের আয়োজন করা হয়েছে, যা ৯ ও ১০ নভেম্বর টেক্সাসের ইউনিভার্সিটি অব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *